প্রতিষ্ঠাতা ও সভাপতি
মোঃ নজরুল ইসলাম (রিপন)
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কোন মহৎ লক্ষ্য অর্জনে সংগঠন প্রতিষ্ঠার চেয়ে সংগঠনকে লক্ষ্য অর্জনে গতিশীল করাই মূল কাজ। যেমন স্বাধীনতা অর্জন করা সহজ। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্যে স্বাধীনতা লাভ করা হয় তা টিকিয়ে রাখা খুবই কঠিন। ঠিক তেমনি একটা সংগঠন প্রতিষ্ঠা করা সহজসাধ্য হ’লেও সংগঠনকে স্বীয় লক্ষ্যে চলমান রাখাই মূল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে বিজয়ী হ’তে হ’লে সংগঠনের সকল পর্যায়ের কর্মীই দায়িত্বশীল হতে হবে।য সেবা উন্নতি এ-ই সংগঠনের মূলনীতি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অনস্বীকার্য, বিশেষত প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায়। তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করে রোগ প্রতিরোধে সহায়তা করেন। গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায়, তারা স্থানীয়দের জন্য ভরসার স্থান। সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর রোগের ঝুঁকি কমান। জরুরি অবস্থায় রোগীদের শহরে রেফার করেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। কম খরচে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করেন। তাদের পরিশ্রম গ্রামের মানুষকে সুস্থ জীবনে সহায়তা করে। গ্রামীণ সমাজে তারা মানবতার প্রকৃত সেবক হিসেবে পরিচিত।
সাংবাদিক আমিনুল ইসলাম (বুলবুল)
চিফ কোর্স কো-অর্ডিনেটর, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন
মোবাইল: +880 1943233616
Explore
Quick access to key sections